স্বদেশ নিয়ে মানবিক চিন্তায়
দেশে হবে দেশভক্তের উদয় ।
হবে সুশিক্ষা-জ্ঞানে নবধারার উন্মেষ ;
আসবে বিচারে পরিবর্তন অশেষ ,
ভাইচারায় ভরবে ভদ্র পরিবেশ ।
এখন মত অরাজক থাকবে না আর
ছাঁটাই-বাছাই হবে অকেজো নেতার ।
অনেক ধোঁকার মহড়া টানে লোক
অখাদ্য নেতা সব যাবে পরলোক ,
দুঃধের শিশু কাঁদবে না- মা ছাড়া -
ভ্রষ্টের ঝুটি ধরে গরীব দেবে নাড়া ।
জাগবে মজদুর কিষাণ ,
জীবন দিয়ে রাখবে দেশের মান ;
ছেলে ভুলানো গল্পে হবে না তন্ময় ,
জাগবে দেশে দেশে মানবতার জয় ।
(১৬-০৬-২০২৩)