কার কখন কি দিন আসে, কেউ বলতে পারে না !
আজ সে খেলোয়াড় কাল সে হয়তো হয় খোঁড়া -
খেলার মাঠে দেখা বল ,হয় ঘোলা চোখ জোড়া ;
কতর সম্পদ নিয়েছে সে অজানা করোনা ।
এসব কথা কি প্রয়োজন , এ জীবনের মাঠে ?
আমরা চতুর স্বার্থ ফুরালেই উঠে বসি জাতে ।
ওরা ক্রেতা আর বিক্রেতা হিসাব পায় না হাতে
সবই কিন্তু কেনা-বেচা হয় প্রতিদিনের হাটে ।
ঘরের দাওয়ায় দাঁড়িয়ে জননী সে ক্ষণটি গোনে
দু’মুঠো চাল কখন আসে রাধবে গরম ভাত ,
প্রথম দেখা এই ঘরটায় ছিল তাঁর- রানীর ঠাট
আজ শোনা চাপা কান্না , গৃহের কোণে কোণে ।
(২৯-০৮-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ,