রুখতে অপকর্মের বিস্ফোরণ
তৃতীয় হাতকে করা স্মরণ
ভবে ভরা স্বার্থান্ধ জন ,
না ভেদাভেদ সৎ- দুর্জন ।

কম্বলের বাছলে লোম
সে অস্তিত্ব হারাতে সক্ষম ;
সমাজে ঘটিত অপরাধ
ধোপে টেকা, প্রশ্রয়ের বাঁধ ,
মেটাতে অনৈতিক সাধ
আছে যে সুপ্ত মহালাভ ।


তৃতীয় শক্তির প্রেম অগাধ
তার জন্য অহরহঃ মালাজপ ,
বিশ্ব বিবেক , জাগ্রত হাবভাব
কোন দিন ফিরবে মনুষ্য স্বভাব ।

(২৩-০৬-২০২৪)