জীবনটা যে মোহে ভাগা-ভাগা ,
না বুঝি মূল -- না আগা -
কে করে ? কেন ঘটে করিষ্মা -
কেন, অকালে মরে হতভাগা ?

শ্রমিক অহরহঃ ঠেলে চাকা ,
অতঃপর দু’হাত তুলে
সাথে, কাকে হয় ডাকা ?
চলছে সংসার, গুণে তোমার- আমার ,
কোথা হতে উদয় তৃতীয় হাত- বিচার ?
আত্মবল নিজপর-- না ভরসা ,
সব হারিয়ে জীবনের একি দশা ?
তবু , চাষা বাঁচে নিয়ে আশা ।

(২৪-০৬-২০২৪)
ভাগা-ভাগা > তাড়িত । করিষ্মা > চমৎকার ।