আমার হাত তোমার হাত
দু’য়ে মিলে একক- সহজাত ,
তৈরী হয় সৃষ্টির কারুকাজ
তবু প্রাধান্য কেন তৃতীয় হাত ?

ও ভাই ! ভুলিও না-মান্যতা ,
দশে চক্রে ভূত, এ প্রবণতা !
চুম্বকের আছে শক্তি মহত্ত্ব ,
সবই নিয়ামক ঘটে কার্যতঃ ;
নিজ শক্তির না কোন বালাই
মনে হয় সদয় চৈতন্যেও তাই ;
অগত্যা পরের কাঁধে বন্দুক চালাই ।

(২৩-০৬-২০২৪)