পৃথিবীটা ভাল কেন হয় না ?
কারণ, মানুষ ভালটা দেখে না  
দোষে ভরা যেন অন্ধ-কানা ,
যদিও জ্ঞানের না কোন সীমানা
তবু অন্ধবিশ্বাসীর জমানা
বললে, ফোঁস করে ওঠে ,
কিছু বলা যে শক্ত মানা ।

কত কত মনে ভরা গোপন ধন্ধ
ধরে অকর্ম, যন্ত্রণায় ভোগা- আনন্দ ,
কেহ মহাসুখে ধরে আলস্য
ভাবে ,এটাই জীবন উদ্দেশ্য ।

পেশী ,অর্থবল ,জীবন গড়ে খল
তারা, মাতমে মরে, পায় না জল ।
সেথায় শেখা, শূন্য যতো জ্ঞান
কাজে হারায় মানবতার সব মান ।

গায়ে ভরেছে অকাজের মেদ
মানুষে মানুষে ভেদ, ভরা জেদ ।
এ দোষ বলা মানা ,থাক অজানা -
তার পেছনে আছে নরক চেতনা ।

(০৫-০৩-২০২৫)