বন্য হতে দাও বিরতি ,
নখ-দন্তে, লোমশ শরীরে, সাজটি কর ইতি ।
সে যুগ নাই ! বেতাল তালিবান -
এ ধারায় রক্ষা হয় না মান ।
প্রযুক্তির কাছে ,সাহস-শক্তি-সংখ্যা
সব আস্ফলন হয় বন্ধ্যা ।
স্বগৃহে পোষা কুকুর প্রভু কর্তৃক মন
কত না তার ত্যেজদীপ্ত আস্ফালন ।
যেমনি যায় দূরে যেন ভয়ে মরে
লেজগুঁটিয়ে, পালায় দৌঁড়ে !
মান্যতায় সে চিন্তা সম্পূর্ণ ছেলেখেলা
যুগের ফেলে আসা যুদ্ধরত রক্তলীলা ।
নির্বোধের- নির্দয়ীর জাগরণে
ঝাড়েমুড়ে বারবার প্রলয় আনে ,
তাকে নিয়ে ভাবা আইকন্ -
তারা মানব শত্রু জনম-জনম ।
দম্ভ-অহংকার, পর্বত চূড়া হতে
নেমে এসো বীরগতিতে ,
করিও না তারতার এ মানবতার
একবার দাও বিরাম চিহ্ন- ছেদ ,
ভুলে জাত পাত ধর্মবিভেদ -
কথা হোক , মঙ্গলে সবার ।
(০৯-০৯-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ,
আইকন্ > আদর্শ , সিম্বল ।