আসরে দেওয়া আমার কবিতা ‘ছোট বড়’ (17-10-16.)কবিতা নিয়ে যে সানান্য সংশয় এসেছে তার বিস্তার জানাই-- যে সার্বজনিক স্থানে কাজ করি, সেখানে কোম্পানী থেকে সমানে প্রায় দু’ডজন ধার্মিক স্থান সর্বধর্ম-সম্প্রদায়কে সমান ভাগে ব্যবস্থা দিয়েছে ৷ঐ ঘর-মূর্তি-চূড়া-ধ্বজ, সাইবোর্ড, দেয়াল, এসব নিয়ে একে অপরকে বড়ো দেখাতে চায়৷ অথচ একই কেন্টিনে একি থালে (ধোওয়ার পর) সকলে খায়, একি মেশিনে জীবনভর কাজ করে, একি গন্ডির মধ্যে থাকে, স্কুল একই, যে- মা স্বরূপা কারখানা তাকে অবহেলা করে নিছক এসবে মেতে আছে যদি ধর্মের সাথে পরসেবা- স্কুল গড়া, ধর্মশালা, গ্রন্থাগার ,ইত্যাদি গড়ে তবে উত্তম ৷ ইহাই কবিতার উদ্দেশ্য ৷ ধন্যবাদ ৷
আলোচনাটি ১২৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৮/১০/২০১৬, ১১:২৯ মি: