চল্- ঘরকে গড়ি পশু আগার
সৃষ্টি করেছেন যিনি
আহার দেবেন তিনি
ধর্মে থাক বিশ্বাস ভরা যার-যার ,
ফাঁকে চল্ -ভালোবাসি ভাগাড় ।
আগের ভবিষ্যতের কাম
বাড়ুক আবাদ, ভেব না আপদ ,
বিশ্বাসে, প্রভুর নামে শপথ
কে নেবে সে গোলকধাম ?
শান্তি ? সে তো মারকাট !
প্রভুর বার্তা বাঁচাটাও ঝঞ্ঝাট
এ সংসার অশান্তির হাট ,
কলিতে হবে সব ধ্বংস -
আছে দেরি ! বাড়াও বংশ ,
প্রভু চায় হও আসক্তবাদী
তাঁর নামে লড়ো যুগ-শতাব্দী ;
যারা মানে- তারা ধার্মিক ,
বাকি, অশিষ্ট- পাপিষ্ঠ- ধিক্ ।
চালাও চেষ্টা রক্তের তেষ্টা ,
সহায় হবেন প্রভু কেষ্টা ;
এক জাতের হবে এ পৃথিবী -
নিজকে গড়ে তোল অনুভুবি ।
(২২-১২-২০২৪)
কাম > কর্ম,কাজ ।