যদি, রুজিই শিক্ষার জীবন লক্ষ্য -
ফাঁটল ধরা জীবন, মুখ্য সাক্ষ্য ;
একদিশা জ্ঞানে হলে আচার -
অযোগ্য ব্যক্তিত্বে ভরে সংসার !

আজ, উদ্ভট প্রচারের আড়ম্বর
আছে বিবেচ্য বিষয় ভাববার ,
মোহ যার মুখ্য প্রসাদ- ক্ষীর ;
পায় না পার,- সে দুঃখনদী-তীর ।

একদিশার শিক্ষার কর্মকাণ্ডে
প্রকৃত মানবতার মানদণ্ডে
জানার ও বোঝার আছে
প্রতিটি, সমাজ-ধর্ম কাজে ।

জীবন একার হলেও- বিশেষ
এ ধারা মিলিত সবার, ভাইচারা মাত্রা
এর ব্যাতিক্রমী হলে যাত্রা -
বিপদ !হামেশা-হামেশা,নিষেধ ।
(২৪-০১-২০২৪)

কাব্য , “ভাল শিক্ষা নেই” , শাহ্ শাকিরুল ইসলাম > তাঁর সুন্দর কাব্যে মুগ্ধ হয়ে আমার এ কাব্য, শ্রদ্ধেয় কবিকে উপহার স্বরূপ লেখা ।