শিখছি দিনরাত কাজের কথা, কত
ভাবনা মহান -
মান্য করি পূজা-পার্বণ-আজান ,
খুঁজি আদর্শ জন, সঙ্গও অবিরত ।
আদিখ্যেতা, ডানে বললে বাঁয়ে যাই ,
কেন যাব না -
কারো কি নমক খাই ?
ধমকের করি না পরোয়া-তোয়াক্কা
স্বাধীন, পারি মারতে যারেতারে টেক্কা ।
কে শিখায় এ মন্ত্র ,
কোথায় কবে আবিষ্কার হল সে যন্ত্র ?
ভাবি না এসব নিয়ে না মাথাব্যথা -
শিখি, আত্মকেন্দ্রিক বাছা-বাছা মান্যতা ;
সরাটা জীবন এটাই কাজের কথা !
(৩০-০৯-২০২৩)