পেলে অমৃত বোকায়ও ছোঁয় না বিষ !
কে না চায় লব্ধিতে গুরুজনের আশিস ?
অকাজের কথায় রুচি যার-যার
অশন ছেড়ে বসনে যদি বাহার
ব্যবহারিক হয় না জীবনাচার ,
ব্যাসাক্ত ব্যসনে মাতামাতি সার ।
কাজের কথায় উড়িয়ে কেতন
অমানবিক যদি ভূত নাচন
দিশাহীন হয় সে পতবার ,
মূল্যহীন পাঞ্চজন্য বাজার
না মহত্ত্ব , নির্মল জ্যোৎস্নার ,
পতনে ডাকা আঁধার-ঘোমটাকার ।
(০১-১০-২০২৩)
অশন > ভোজন । বসন > বস্ত্র । ব্যাসাক্ত > অত্যাসক্ত ,সংলগ্ন । ব্যসন > নেশা ,দোষ ।
পতবার > নৌকা ।