ডাক্তার উকিল বিচারক
হোক না ধর্মীয় কথাবাচক
সবাই বলেন ‘কাজের কথা’ ,
সমাজসেবী ,শিক্ষকও বাদ যান না -
সংবিধানে আছে খাঁটি কথা বলতে নেই মানা ।

কী রূপ দেশ সমাজ- তার গতিমুখ ?
প্রবুদ্ধরা দেশপরিস্থিতি নিয়ে পায় না দুঃখ্ ।
মাথার  ’পর গড়ায় জল !
মসিআঁটা দেখে না কাল
চায় না জড়াতে কোন জঞ্জাল  
যেমন রূপ চেহারা মাছটি পাকাল ।
  
কিছু বকাটে পরিবর্তন চাই বলে ,
অকাজে সমাজে কুৎসা রটায় ,
এ বর্গের কিছু লেখক
খাঁটি কথায় তাঁরা যেন চিত্তাকর্ষক
লিখে লিখে পাতার পর পাতা সাজায় ,
ক্রন্তি ক্রান্তি বলে নিরীহের মাথাখায় ।

(৩০-০৯-২০২৩)