ভবের এ ক্ষুন্ন চেহারা
মন, দেখে দেখে কেন হোস্ অস্থিরপনা ?
তোর মত্- মত সব হয় না ;
বাঁচতে হ’লে- পাপড় বেলতে হয় ,
এ কথা কি তোর নেই শোনা ?

সুখ করেও কত জাহাপনা
শেষ তাঁর পরিণতি তোরও জানা ,
অন্ধকুপে তাঁর হয় যে স্থান
পান না তিনিও দুঃখ হতে ত্রাণ !

আমাকে ভাবতে শেখাও আজ হতে ,
মন, নিয়ে চলো সে মত সহজ পথে ;
সুবাসিত উজ্জ্বল এক রঙিন প্রভাতে
উপনীত হই যেন মানব হিতে ।
তোর দিশায় ধন্য হয় যেন এ জীবন ,
এ অভাগা সদা চায় তব শরণ ।

(১৭-১২-২০২৩)