মন ! স্বজ্ঞানে করে-কুকর্ম্য
ঈশ্বর ডেকে সারিস ধর্ম ,
কে শিখায় এ জীবনমর্ম ?
দেখি, মানিস আবার বর্ণ !
কি নিয়ে এসেছিলি ভবে ?
প্রস্থানে, দুঃখ কেন তবে !
আমার আমার, কুয়োর ব্যাঙ
সব কাজে বাড়াস ঠ্যাং ,
নিজে করে অকারণ দোষ
অন্যরে জব্দ,-ধোলাই ,
একদিন পাবি এর প্রতিশোধ ;
তা’ও কড়ায়-গণ্ডায়, পাই-পাই ।
(১৭-১২-২০২৩)