সময়ে যাদের  জ্বলে না চুলো ,
মন ! ঐ খেটে খাওয়া মানুষগুলো
সময় পায় না আরাধনা-পূজোপাঠ-আহ্নিক ;
বলিস ওদের,- তোরা অধার্মিক ।
পাপীষ্ঠ , অপাংক্তেয় দূষিতজন
আরো কত কি বলিস মন ।
অপরদিকে ডুবিয়ে ধর্মে জীবন -
উজ্জ্বল দৃষ্টিতে দেখিস অনাচার শোষণ !

দিস্ , হিতোপদেশ, থাক নতঃ -
না ভ্রূক্ষেপ, তার জর্জরিত ক্ষত ।
একদা দিস হুঙ্কার !- অধীকারে লড়্ ;
পরক্ষণে বলিস,- সহ্য কর্ ,
আগামী জীবনে মিলবে প্রতিফল
সুখ-দুঃখের কারণ , ধর্মের কল !

(২৫-১২-২০২৩)
চুলো > চুলা , উনুন ।