মন ! সব পেয়ও জাগিস না !
স্বভাবটা এখনো সময়ে পালটা -
কেন পোষামন অজ্ঞানতা ভাবনা ?
পর স্কন্ধ থেকে নামা বন্দুকের নলটা ।
দেশে অভাব !
না চাকরী, রোজি-রুটি-রোজগার
চেতনার কি কোন অন্ধত্ব ভাব
তাই স্থান করে দিস কারাগার ?

ঘুরছে জীবন প্রকৃত ফেউ স্বভাব
তাই , মন থাকতেও আর
যার , মনে ভরা থাকে সন্তাপ
হয় না পাত্র ভালোবাসার ।

মন, এবার দে জ্ঞানের সুযোগ ,
চাষে গন্ মত ছড়াতে পারি যেন বীজ -
এ ভুলটি করিস না হরগিজ ,
অনেকটা কাটবে জীবন-দুর্যোগ ।

(২০-১২-২০২৩)
হরগিজ > কক্ষণো ।