মন ! পরাজয়ে খুব তো কাঁদলি
নীচু কাজে এ কান্দা বড় হেয়ালী ,
মহৎ কাজে কাঁদাটা না অহিত
যেমন তাঁর জন্য কান্দা বীর শহীদ ।

জীবনের বাকি মাত্র কিছু দিনকটা
কেন দেখি তোরে সদা কেউকেটা ,
ছাড়, মনে রং ধরাতে হলদিবাটা
আবর্জনা কর ত্যাগ ঝাঁটিয়ে-ঝাঁটা ।

মন, নিজেকে কি গড়তে কি গড়লি
শিব গড়তে গড়তে বানর পেলি ,
এ শুধু , নিছক লম্ফ-ঝম্ফ সার
নিলি না খোঁজ এ বিশ্বের মহিমার ;
তাই তো অভাগা সে গাড্ডায় পড়ে
বাস ,ধর্ম-বর্ণ ধরে মিথ্যার সংসারে ।

মানুষে মানুষে আজ কেবলি লড়ে
বিভেদের দেয়াল -
কেন দিলি এমনি খেয়াল ?
দেখলি না আধুনিক জগৎ ঘুরে ।

সবার হাড়-মাংসের একই শরীর
হোক না জীবনদুঃখী অথবা বীর ,
জীবনে কেন ওরে- মন !
শিখাস সর্বদা-অনুক্ষণ
মানব ’পরে ছুড়তে বিষাক্ত তীর !

(২১-১২-২০২৩)