মন ! নিমন্ত্রণ পেলেই হয়
জীবনে ভাবনা ভরে- সুখময় ,
খুব খাস তো অপরের ঘরে
তা’ও আবার উদরটা ভরে
কাউকে যে খাওয়াতে হয়
এ কথা শিখিস নাই নিশ্চয় ?
যারা সেবক, কর্মে জীবনপণ
ধন্য করে এ ধরা কত আপন ।
সুযোগে মেরে-ধরে আধমরা -
সবকিছু কেড়ে নিঃস্ব করা ;
কি লাভ পর অনিষ্টে মত্ত
তবু এ না হলে দাবদাহ যত্তো ।
এটাই কি স্বরূপ ,অধঃপতন !
কেন, কেন, পালটায় না এ মন ?
চুরির মালে মধুরসে ভন্-ভন্ ,
এমতঃ বিচার কেন মনোভারণ ?
(২৫-১২-২০২৩)