পেরুতে সে মহাদুর্যোগ
মন ! কত পেলি সুবর্ণ সুযোগ ,
কৈ সদব্যবহার তার ?
ভুলভুলাইয়ার রাস্তা ধরে
কানামাছি ঘুরে ঘুরে
পথের না হদিস কূলকিনারার ।
হাতে পেয়ে মুঠোফোন
ভুলছিস কত আপন –
যদিও মনে পড়ে কখনো-সখন ,
জগৎ ধাঁধাঁয় ঘুরিস যেন অকারণ ।
সংসার মাঝে , কেবলি মজে
পেলি না সুফল বাস্তব কাজে ,
ছলবাজের ছল, মনে ধরিস প্রবল
ওদের পিছনে ঘুরে সময় হয় বাজে ।
যেদিন ফিরবে হুশ ,
দেখবি জীবনটা, ছলে-হয়েছে তুষ !
(২১-১২-২০২৩)