রাত কাটাতে খোঁজে এ এক নির্জন স্থান
বহুপথ চলে ক্লান্ত পরিবার- শয়তান ,
এক সমৃদ্ধ গ্রাম, মাঝে এক বটগাছ আছে
ছা-বাচ্চা নিয়ে তারা আস্তানা গড়ে সে গাছে ।
সকালে গ্রামে দ্যাখে মারকাট আগুন দাঙ্গা ,
পথ-ঘাট বীভৎস রূপ- রক্তে রাঙা !
শয়তান, ছোট্ট বাচ্চাকে ডেকে কয় -
এ মর্মান্তিক কাজ তোর দ্বারা নিশ্চয় !!
বাচ্চাটা বলে, বাবা নিও না দুর্ভাবনা -
আমাকে দোষ দিও না -এমন কিছু না !
দুধ দোয়ায় গোয়ালিনী ,
আমি ছেড়ে দেই সে বাছুর-এঁড়ে
মারে গুঁতো গাভীর দুধ খাবে বলে -
দুধ সহ ছিঁটকে পড়ে ভরা কেড়ে ,
আর যায় কোথা ?
বৌ লাঠির ঘায়ে বাচুরের ফাটায় মাথা ।
স্বামীটি এসে বৌয়ের কাঁকে মারে লাথি
বৌ পেল তৎক্ষণাৎ জীবন-স্বদগতি ।
সাত ভাইয়ের তার বাপের বাড়ী ঐ গ্রামে ,
দু’দল মিলে স্বজাতিতে রক্তক্ষয়ী সংগ্রাম চলে -
তাই শুনছ বাবা, হট্টগোল আর কান্নার রোল !
আমি কি করি নাই বংশোজ্জ্বল--আচ্ছা ?
বল তো বাব, “আমি কি নই শয়তানের বাচ্ছা ?”
(০৪-০১-২০২৫)