ধর্মের কল্কে দিয়ে আগুন
টানের বাহার ! নেশা-গুণ ,
ব্যোম্-ভোলা!-ব্যোম্-ব্যোম্ -
অনৈতিক কাজে মত্ত -জনম ।
বন্ধকী চিত্তে, তুচ্ছ শুভচিন্তা ,
মিলছে ঘরে দু’বেলা পান্তা ।
এই তো খেলা যুগ যুগান্তর ,
ফারাক পড়ে না ধ্বংসে অন্তর ।
ধর্ম নেশায় বুদ্ হয়ে থাকা -
স্বর্গটা প্রাপ্তি মনেতে পাকা ,
জগৎ দেখা নিজ আয়নায়
অপর তুচ্ছ ! মাত্র ভাবনায় ।
নিজ গুণ মত , হোক সবাই
ভাবে বিভোর, জগাই-মাধাই ।
চিত্ত-চৈতন্যে বাড়ে স্পৃহা -
পর অনিষ্টে ,বিদ্বেষ- হিংসা ,
মুখে ফোটে খৈ নানা বর্ণায় -
যেন খুশীর বাণ নিন্দা-ঝর্নায় ।
গোড়ামী ধর্মে এমনি- গুণ
বাদসাধা যেন আপন- খুন ।
পরিণাম দেখা, ঈশ্বর প্রদত্ত -
নরকের দ্বার রাখেন উন্মুক্ত ।
(০৩-১১-২০২৪)