পাপ করেছ--পাপ !
এ সব আজ তুচ্ছ ছাই ;
এ কেচ্ছা থেকে আছে মাপ
জান কী ভাই-- তাই ?

মনে কি আছে জিজ্ঞাসা ,
কেন ভবে আসা ?
এর কারণ পাপ আর বাপ ,
ভয় কর না পাপ ।

ওরে জ্ঞাণী তোরা ,
ধর্ম কেন করা ?
সদব্যবহার তুচ্ছ ফাঁকা ,
মাত্র চিন্তন প্রভু ডাকা ?

এ আচারটা জোরদার
এটা পাপকে করে ক্ষুরধার !
নামলেও গর্তে অধঃ ধাপ
উপায়টা বলেন ধর্মবাপ ,
পাপ ভাগানো সম্ভব !

কি করে আসবে বোধ ?
গলা ফেঁড়ে ,ওরে অবোধ !
তাকে কর তোষামোদ
একবার দে হাঁক -
আস্থা ভরে ডাক ।

তবু যায় না ?
দলা করে আস্থা ভাবনা
বিবেক বুদ্ধি রাখ জমা -
প্রভুর জ্বালা, করে ক্ষমা ।

বুঝে নে কাজের ভাব
ইচ্ছে মত করিস পাপ !!
ভুল ভাবলে ওঁঝা- চাই
এর বেশী, জানি না—ভাই ।

(২৮-০৮-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ,