সবই ছিল-- একদিন
কোন ফাঁকে ওরা এলো
নেচে, ধিন্-ধিন্ ;
তার ছিঁড়ল জীবন বীন্ ,
ধর্ম হল আড়-সে শৌখিন ।
সূয্যি ডুবে এলো সাঁঝ
মাথায় পড়ল বাজ ,
আঁধারে ঘিরে-- মলিন
এ ধারায় জীবন হয় ক্ষীণ ।
সব যখন নেয় কেড়ে
বাঁচার রসদ ভবঘুরে ,
প্রতিবাদী মত্ ও বেশ
না ধরা, শূন্য-লেশ ,
মনে গভীর হতাশা
ত্যাগি মাটির ভালোবাসা ;
জীবন সাথী, ফুটপাথ
সাদা জীবন,- প্রমাদ !
(০৩-১২-২০২৩)
সাদা জীবন > সরল জীবন ।
সাঁঝ > সন্ধ্যা ,এখানে আঁধার ।