বিশাল ব্যাপ্তির সাগর
রাখি কি তার খবর ?
সাদা জীবদ্দশায় আজ
নিরাপত্তায় না মাছ ,
প্রতাড়নায়- নড়বড়
জীবন তার জর্জর ,
আজ সমগ্র সংসার
জীবম্মৃত সাদার বাঁচার ;
সরল সে দুঃখে কাঁদে
নিরীহ মত পড়ে ফাঁদে ।
গর্বের বুক, আঢ্য -
সুখে বাজায় আতোদ্য !
চালিয়ে রোলার
গরম বাজার
সাদারে শোষণ
এটাই জগৎ চলন
না আছে বলার ।
সূক্ষ্ম নিয়ম,- আকর্ষণ
না কোন মেরুর ঘর্ষণ
দুঃখটাই যেন আপন
অত্যাচার সহ্যতে মন
এমনি সাদার জীবন !
(০৩-১২-২০২৩)
সাদা জীবন > সরল জীবন ।
আঢ্য > ধনী ,ধনাঢ্য । আতোদ্য > বিভিন্ন প্রকার বাদ্য যন্ত্র ।