আয় রে ভাই,- আয় ,
আস্থা যে বড়ো সহায়
যখন খুশী যব-যব
পুরুৎ পাণ্ডারা সব
সুদখোর, দাদনদার
কর্ ধার্যের আড়তদার
বাবুর্চী, শোষণ রত রাজার
ওদের পেলে হল দুয়ারে
সবাও উঁচ্চ আসন পরে ।
করজুড়ে বল,হে যজমান !
তোমরা প্রভু-ভগবান ,
তুমি যে কত আপন
শোভা কর মোর জীবন ।
ব্যাঙ, তোরাও মার- ল্যাং
আস্ত রাখিস না - ঠ্যাং
জানিস, সাদাসিধা আমি ,
জীবনটাই চারণ ভূমি !
অবস্থা হলে সাদামাটা
সর্বদুয়ারে মুখ ঝামটা
জনম যে ভরা তাড়না ;
তবুও মনে পুষি সুখ ভাবনা ।
(০৪-১২-২০২৩)
সাদা জীবন > সরল জীবন । কর্ > খাজনা । যব-যব > যখন-যখন ।