চোর, বদমায়েশ, পাণ্ডা -
সাদার জীবন করে ঠাণ্ডা ,
সুখে, মুখে ওঠে না গ্রাস
শোষণ বারোমাস !
এমন কি পুলিশ, আমলা
তাঁরাও পাকায় ঝামেলা ,
সাদাকে নিয়ে মজা সারে
আর্জি চলে না কোন দ্বারে ।

সুরক্ষিত না পরিবার
শুনতে হয় ঘৃণ্য আবদার ,
ভাগের ভাগ কিছু চাইলে
লাঠি বাগায় দলে-বলে ।
অসহ্য খাটুনি, ঘামে কায়া
মেঘও দেয় না- ছায়া !

(০৭-১২-২০২৩)