মুখ খুলে কিছু বলা
গলায় পরা বিষমালা ।
যদিও সবে করে হেয়
সহজ- সরল পথ
মৎস মত বসবাস ,
চুপ থাকাটাই শ্রেয় ।
আহার চাইলে- ছল
জালে ঘোলাবে জল
আছেও ভীষণ জ্বালা
বঁড়শি ফুঁটিয়ে
এফোঁড় ওফোঁড়
প্রাণ করে ঝালাপালা ।
কোন পথে যে যাই
বাঁচার উপায় নাই ।
(০৩-১২-২০২৩)
সাদা জীবন > সরল জীবন ।