সুখ ও দুঃখ, দুই দেবী
আপসে মাহাত্ম্যর গন্ধ
অহং ধরে, পুষে দ্বন্দ্ব ,
এক চায় স্বর্গে উত্তলন
অপর- নরক গমন !
চমকাতে চায় উভয়ে
নিজ-নিজ ছবি ।
বাঁচাটা সময় ধরে
সাদা জীবন উত্তাল- দোলে ,
মহাঘোল- ঘূর্ণনে পড়ে -
হয় না কোন স্বদগতি হিল্লে ।
খুঁজে ফেরে তারা মুক্তির
কি মত্-কি পথ, যুক্তির ,
কৃচ্ছ্র সাধন করে -
যুগে-যুগে আস্থায় পড়ে ।
বঞ্চনা-ভর্ৎসনা-অত্যাচার খাসা
যদিও আস্থার মাতমে নেশা
মথিত অজানা ভঙ্গুর পেশা ,
সাদার জীবন হামেশা হতাশা !!
(০৩-১২-২০২৩)
সাদা জীবন > সরল জীবন ।
মথিত > যাহা মন্থন করা হইয়াছে, > এখানে জড়িত অর্থে ।
হিল্লে > আশ্রয় ,উপায় ,গতি । হামেশা > সর্বদা ।