সে তো আছে তার মতন ,
তবে, ঈর্ষা-জ্বলন-জ্বালায় -
কেন কাটো বৃথা ফোড়ন ?
তার দোষ,- তার রূপ সাদা
পেছনে লাগিয়ে পেয়াদা -
কারা মত্ত , হানিতে আমাদা !
কত দিন চলবে এ বিচার ?
আপসে মরণ, সভ্যতা সাবাড় ।

যেখানে যতো--- দ্বন্দ্ব
সবই নড়েচড়ে- হিংসার গন্ধ ,
পেয়েও জবাব প্রত্যুত্তর
বদলায় না মতান্তর ।
যুগের কালিমা সড়ন সাজ
অবোধের আর কি কাজ !
জড়িয়ে হিংসার তেজ ধুপ
সাদার নষ্ট করা সুখ ;
ঝলসে পোড়া বেগুণ -
স্বর্থীর বোধ, সাদায় অপগুণ !

(০৪-১২-২০২৩)
সাদা জীবন > সরল জীবন ।