না কারণ ধর্ম জাত-পাত ,
না তফাৎ শিক্ষিত ধনী –
লুটে জোটবাঁধে মিলে সহজাত ;
স্বভাবসিদ্ধ সে মানুষরূপী প্রাণী ।

অভাব সাথে স্বভাব
আর অমানবিক হাবভাব
রক্ত শোষক বাদুড় ;
ওড়ে, দেশ থেকে দেশান্তরে ,
হিংসার রাজ্যে পিশাচ নিশাচর
দূর-দূর বেড়ায় ঘুরে-ঘুরে ।

স্বভাব এমনি চিজ্
কর্ম যদি হয় অসৎ দলে
নিজেকে ভাবে না নীচ !
চলে আপাততঃ মধুর চালে।

চলছে ব্যবসা জোর কদমে -
আজ বাড়-বাড়ন্ত সভ্য আদমে ।

চিজ্ > বস্তু , এখানে বিষয় ।। আদমে > মানুষে ।
(১০-০৫-২০২৪)
মোহাম্মদ খায়রুল কাদির > তাঁর মন্তব্য , > ১০/০৫/২০২৪, ২১:২৩ মি:
“মানুষের বসত জনপদে।
অভাবে বাস্তু ছেড়ে
হানা পড়ে প্রতিবেশী জনপদে
কিংবা উপনিবেশে দূরদেশী জনপদে
প্রান্তিক জনপদ প্রতিহানায় শানে
হানাদার সের দরে উঠে ঐতিহাসিক দোকানে।।“

গত কালের মন্তব্যে অতি মুগ্ধ হয়ে, উপরে উক্ত প্রবুদ্ধ প্রিয়কবির সম্মানে এ কাব্য উপহার ।