চাষী বীজ তলায় বীজ বোনে -
খাদ্যে স্বনির্ভর দেশ ধরিত্রী ,
চায় শস্য শ্যামলা মাঠ-প্রান্তর ;
তার কত না আরাধনা চলে
সারাটা জীবনে, জনম-মরনে ।

বিপরীত, উদভট মাতম সজীব -
ছড়াতে পারলে কিছু হিংসাবীজ
লুট-ধর্ষণ, খুন-জখম ,
স্বার্থী তারা, হিংসার বীজ বোনে –
উল্লাসে, জনম-জনম ,
কক্ষনো চায় না কলুষমুক্ত
এ ধারা পুষে রাখে মনে-প্রাণে ।

যদিও উভয়ে বাঁচে খেয়ে চাষীর ভাত ,
তবু, এ-দু’য়ের মাঝে যোজন- তফাৎ -
শেষকালে কেহ দেখে আকাশ তারা ,
হিংসুক রেখে যার অরাজক জীবনধারা !
পরিবেশ বড় দূষিত করে- হিংসার বীজ
সুখ-স্বাচ্ছন্দ্য যায় মাঠেমারা ;
বাঁচার রাখে না জমি তারা
সহ-অস্তিত্বে মনখুলে সজীব ।

(১০-০৫-২০২৪)