এক উড়ে অপর উড়েকে বলে ,
‘প্রান্তিক যদিও তোরা ;
কি দুঃসাহস ! ভেবে বল
কেন খাস এ গাছের ফল ?
গাছটা এখন আমরা করেছি দখল !’

কত বন, নদী, সাগর পাড়ি
আমরা উড়ে-উড়ে আসি দেশ ছাড়ি ;
পথে যারে পাই, সর্বস্ব নেই কাড়ি
ক্ষুধা নিয়ে হিংসা, পেট ভরি ,
পেলে ভাগাড় , তা’ও সাফ করি ।

আমরা করি আরাধনা, আছে শতগুণ
নির্মূল আজ তাই বলে -
হয় নি সে স্বগুণ (শকুন) ।

(১০-০৫-২০২৪)
উড়ে > যে ওড়ে, পাখীকে বলা হয়েছে ।
উড়ে উড়ে >  উড়িয়া উড়িয়া ।