একে অপরের সুখে- দুঃখী
পর ধন-সম্পদ লুটতে  
অনৈতিকতা কত কি ;
তৎপর পশুত্ব আচরণ
মনুষ্য মাঝে দেখা
নিত্য-নৈমিত্তক এ ধরণ ।

মনের মনিকোঠায় ভরে কুআশার জং
তবু নিজেরে ভাবে না কোন সঙ্ ;
এ কাজে ডাকা অধঃপতন- শুধু না !
ভরলে, সমাজ-দেশ হিংসার ভাবনা
রসাতলে যাবে মানবতা -
তবু ঘটে চতুর্দিকে ,
কে বা শোনে, কার কথা ।

(১০-০৫-২০২৪)