আদির বন্য প্রকৃতির মানুষ
তার রক্ষার হাতিয়ার ছিল যষ্ঠি ;
কালক্রমে অস্ত্রের হয় উদ্গম
মানুষ মারার সে সব ফন্দি ।
কোথাও বেশী কোথাও কম
এ হিংসার বীজে ছায় ভূবন ,
বৈচিত্র ধারার অস্ত্রের আবিষ্কার
একমাত্র কারণ সে হিংসার ।
স্বর্গেও ছিল মত্ত হিংসা -
নকল করে বড়রে হামেশা
সভ্য মানুষও শেখে খাসা ।
ধর্মে, ঈশ্বর প্রদত্ত এ বীজ
বিভেদের খুঁটি করে সজীব ।
হিংসার শরীরে বাড়ে মেদ
অপকর্মে ধরে ভীষণ জেদ
না বিজ্ঞের আপসোস খেদ ।
হিংসার জ্ঞানে সুশিক্ষিত
নানা বেড়াজালে নিজেরা মোহিত
এ বীজের মূল্য দিতে চায়
তাই সংসারে হিংসা ছাপায় ।
(১০-০৫-২০২৪)