ঘর-সংসারে, কস্বা-বন্দরে  
যেখানে জন, মরু-পাহাড়ে -
উষর-ভূমি বা বনাঞ্চলে ,
সর্বত্র মুফতে বহু কিছু মেলে ;
সে হিংসাবীজ ! মনে রোপিত হলে
জীবন যেন উজানে চলে ।

হিংসার রূপ ধরে নানা
আহ্লাদে আঠখানা ,
আপন দেখে না পর -
তরতরিয়ে আগে বাড়া সবার ।

পাড়া-পড়োশীর ঘর-ঘর
হিংসানলে যদিও হয় ছারখার
অট্টহাস্যে জীবন কত না তার !
নিজেরে ভাবে যুগাবতার
কত পায় খোরাক- খাবার ;
স্ব-ঘরে আগুন, হিংসার বড়াই
ওরা রয় আহ্লাদি , হিসাব নাই ।

(১০-০৫-২০২৪)
মুফতে > বিনামূল্যে ।