মানুষ যখন গড়ে ওঠে স্বার্থপর
যদি স্পৃহা- শোষণ কর্মতে জোগাড়
তারপর আবার অর্থ বলে- শক্তিধর ,
সে দেখে না মদমত্তে আপন- পর
প্রকৃতির নিয়ম একদা ধ্বংস হবে অহংকার ।
আছে বোঝার, কেন এ পুরনাবৃত্তি ?
জাগতিক প্রতিটি ঘটনার ,
পারলৌকিক ,আধ্যাত্মিক শক্তি -
কাজে আসে না গুপ্ত মন্ত্র-তন্ত্র জ্যোতি ,
ভুল কর্মে , মানুষই মানুষকে করে অশেষ ক্ষতি ।
সমাজের অতীতের কু শিক্ষা -
আধুনিক যুগে সে বিদ্যায়
বাস্তবে শেখায় করতে ভিক্ষা ,
যতই হোক না কেন বাকপটুতায় মহান -
আজিকার সমস্যা সংকুল জটিল ব্যবস্থায় ,
তার মতবাদ কাজে আসে না কোন পর্যায় ।
অন্তঃসার শূন্য । দেখা মাত্র শোষণমান
সময় এসেছে জাগৃতি পেতে- ধ্যান ;
নিতে হবে আধুনিক বিদ্যায় জ্ঞান ,
প্রকৃত জীবনেতে, মহীতে উত্থান ।
(১২-১০-২০২৪)
মন্তব্য > অমরেন্দ্র সেন-১২/১০/২০২৪, ১০:২১ মি:
"দারিদ্র দুর্নীতি একটা ভীষণ চক্র এর থেকে বের হতে গেলে কঠিন আন্দোলন দরকার সৎ নেটের দরকার যার খুবই অভাব।"
আমার লেখা (১১-১০-২৪) “মহাগ্রহণ” । সেখানে মনোজয়ী মন্তব্য পেয়ে আমার কাব্য প্রবুদ্ধ সম্মানী কবিকে উৎসর্গ করলাম ।