মহাসাগরের উত্তাল সে ঢেউ
তার বারি , দাপিয়ে বেড়ায়
একই কাজ পাড় ভাঙায় -
এটা যেন প্রকৃতির নিয়ম ,
দেখা, সে গতির রুদ্র রূপ -
আসুক না রুখতে কেউ ,
তারা ভয় পায় না যম !
উপরে বাঁধলে ঝড়ের দানা
যেন শয়তানের কারখানা ,
মাথায় করে আনাগোনা
প্রলয় চিন্তারা দেয় হানা ।
নিয়মে একটি কথাই জানা
ধ্বংস লীলা কেবলি মানা ,
এ কর্মে মাতম ভরা খুব
সাগরের অদেখা অন্য রূপ ,
আরও আছে ধ্বংসের রং
একতায় মিলন ধারা যখন
দ্যাখে না তার সুশ্রী তনু ,
সু কাজে বন্ধ্যা যেন মন -
দুর্দিনেও হয় না নতঃজানু !!
(০৭-০৯-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ,