জন্মিলে ধরায়- মরতে হয়
তাই বলে কী উচিত
হেলায় হেলায় জীবনকে করা ক্ষয় ?
মনুষ্য সৃষ্ট দুর্ঘটনা আর কুপ্রবন্ধে
প্রাণহানি লাগাম ছাড়া, সকাল সন্ধ্যে ,
রোগ-ব্যধি, সাপের বিষে
যত না মানবের মৃত্যু হয় -
মৃত্যু, মানুষ্য কৃত কর্মে,
সংখ্যাধিক্য অতিশয় ।

মৃত্যুর জন্য দায়ী নয় বিধাতা
নষ্টের হোতা মানবকূল !
বৃক্ষ ধ্বংসে , বাড়ায় প্রদূষণ -
এ কাজে জগৎ বিপর্যয়ের মূল ।

কিছু লোভীর মুখ্য ভাবনা-- শোষণ
কোথায় পায় নিজ লাভ, তারই অন্বেষণ ;
বোধে, ধর্ম-কর্মে, শিক্ষায় দূষণ -
স্বার্থে দেখা অবিবেচক প্রকৃতি দহন ।

(৩০-০৪-২০২৩)