খুঁজছ শান্তি ?
কোথায় তাকে পাবে ?
নিজ কর্মে, নিজে, ফাঁসিয়ে প্যাঁচ ,
দম বাঁচাতে করছ- হাঁস-ফাঁস !

মানুষের কর্মে, মানুষ ভুগছে -
স্মরণ কর গত ইতিহাস ;
কেন সময়ে ঘটছে ইহা ?
নিউটনের ‘ল’ প্রত্যেক ক্রিয়ার
আছে সমান প্রতিক্রিয়া ।

কমছে সংখ্যা পরোপকারী মন ,
সংখ্যাধিক্য তার অশুভ চিন্তন ;
ভোগান্তির হবে না শেষ -
প্রজন্মের বাড়বে ক্লেশ !
বীজগুণে সৃষ্টি সংসার -
এখনোও খতিয়ে দেখা দরকার ।

(১৯-১১-২০২৪)