দেশনৌকায় থাকে ক্ষতিকর-ছিদ্র
এক নয় হাজার ,
কালে-কালে সমুজ্জ্বল রূপ দেখা
তক্ষকসম কারক, সে ঘুণ পোকা ,
ডেকে আনে জীবনে হাহাকার ।
আস্থা-প্রার্থনায়-- চেয়ে চেয়ে
রক্ত-মাংস-হাড়-মজ্জা খেয়ে ,
দেশের মেরুদণ্ড করে সাবাড়
সে বিষাক্ত জীবাণু মজহবী কারবার ।
দেশ-অমঙ্গলের সুযোগ সন্ধানী ,
আদা-জল খেয়ে, পোষমানা ভাবনায় -
আপন পর দেখে না, রোলার চালায় ;
বিষবাষ্পে সব করে ছারখার ,
দেশে বান ডাকে অমঙ্গলের সুনামী -
শেষ পরিণাম হাহাকার !!
(২৭-১০-২০২৪)