ভোট এসেছে ভোট
সবাই এবার মাতাল হয়ে ছোট্ ,
অকেজোরে কাজের কর
ফাঁকা আশা উন্নতির জোয়ার ।

দেখবে আড়ত খালি গোলা
পান্তা জোটে না তেঁতুলগোলা -
পূর্বপুরুষ কি শিক্ষা দেয় নি ?
গরিবের হবে না উন্নতি !

সাধ্য সাধন তোমার না -
আঁটি চুষবে আমজনতা ,
ভাগের ভাগ অপরে খায়
জনতা সবি দেখে যায় ।

তবু মনে না রেখে খোট
চলো যাই দিতে ভোট !

(১৮-১১-২০২৩)
আমজনতা > সাধারণ জনতা ।