পরিবর্তনের ধারা
তা’ গণভোটের দ্বারা
কেহ উদরপূর্তি খায় ,
কেহ বা অতলে তলিয়ে যায় ।
ভোটের ধাত
শাঁখের করাত -
গরীবের ফেরে না বরাত
তবে ফেরে, যারা অসৎ উপায় ধরে ;
মূলরূপে পুঁজিবাদ ভোটে আজ জকড়ে ।
পয়সার খেলা
পুঁজির মন্দিরে আনাগোনা মেলা ,
আস্থায় কেন নেতা মাথা ঠোঁকে ?
লোক যেন বুঝতে না পারে তাঁকে ,
সবই পাশাচালের ভেলকি
দ্রব্যমূল্য বা়ড়া, এর মুখ্য স্বাক্ষী ।
(১৮-১১-২০২৩)
জকড়ে > আষ্টেপৃষ্ঠে বাঁধা ।