হাতে-পায়ে ধরে ভোট টানা
কিছুটা আদর্শ মানবতাপনা ;
ঘাড় ধরে হুমকিতে ,
ভোট ধরা নেতাতে ;
বড় বিড়াম্বনা ।
ভোট ভেলকির খেলায় -
দেশ যেতে পারে গোল্লায় ,
ভোট টানায় লালসা
দেশ ডুবানোর কু-আশা ,
এটা মানবমূল্যের তামাশা ।
তবু, সজাগে বিনা হুঁশ -
এ সব তামাশায় কত যে খুশ ।
গা সওয়া আজ -দেশের দুর্গতি ,1
সে বড় অদ্ভূত ব্যামো ভীমরতি !
(০৮-১২-২০২৩)