লাগ ভেলকি লাগ, ভোটভেলকি লাগ ;
একসাগর আশা  ,নেতার হাক-ডাক -
তাঁর পাঁচটি বছর উদ্দিপনা, পৌষ-মাঘ ,
খোয়াব, নব নব গাড়ী-বাড়ি তাঁর  
আগেপিছে রাইফেলধারী পাহারাদার ;
সকাল সন্ধ্যে সেলুট ঠুঁকে যাক ।

লাগ ভেলকি লাগ ,ভোটভেলকি লাগ
লম্পট, ফেরিওয়ালা ,গোয়ালা -
তারও সুযোগ, নেতা গড়ার পালা
ভোটে জিতেই সবারে লাগায় তাক ।

কত না মহান তিনি ভূঁইফোঁড় নেতা
অসফলতার দোষ ধরা মিছা  
কেন ঘাঁটা অতীর কেচ্ছা ?
পাপ মোচক খেলা, তিনি যে ভোটে জেতা ।

লাগ ভেলকি লাগ ,ভোটভেলকি লাগ
ভোটে জিতে মেধো, সেও হয় বাঘ !

(২৩-১১-২০২৩)
খোয়াব > আশা ।