প্রতিটি নির্বাচন পর
রূপ ,ভোটভেলকির হয় শ্রীধর ;
আশ্বাসন, প্রতিজ্ঞায় সারা
এ কথাও নয় যে ভুল ,
দিনে দ্যাখে জনতা তারা
চোখে দ্যাখে সর্ষেফুল ।

নেতা দ্বারা দেখানো ফানুস  
সব ভেস্তে হয় জল-তুষ ;
তুলনায় গত কল্য
বৃদ্ধিতে দ্রব্য মূল্য ,
ভোটভেলকি দেয় এমত শিক্ষা
সব আওড়ানো বুলি ফাঁকা ।
শাসন বলেন ,বোকা !
সবই সত্য, না মোটে ধোঁকা ,
এ তো ভোটভেলকি খেলা -
জেতায় খরচাপাতি যে মেলা ।

(১২-১২-২০২৩)