স্বদেশটা মাতৃ-সমা
পুষ্প দিয়ে করি তাঁর চরণ বন্দনা ;
ভোটও শক্তির মূল ,
মা খুশী হন, পেয়ে এ ভোটফুল ।
এর অপর দিকও আছে
ভোটে জয়ী অযোগ্যের কাজে -
মাথায় পড়ে বাজ !
মায়ের হয় করুণ সাজ ।

থার্মোমিটারের পারা
ভীষণ ভাবে করে নড়াচড়া ,
জ্বর দেখে না আপন-পর
ভোগান্তি হয় সবার
একবার ভাব তার -
অবিবেচক ভোটদানে কি হয়- চেহারা মার !

(১৯-১১-২০২৩)