চরিত্র বিকৃতির পাঠশালা -
তা’, ভোটভেলকির খেলা !
দুঃখ-দারিদ্র্যে চেহারা না ফিকে
মহানন্দে নেতা থাকেন টিকে ,
ফন্দি-ফিকির, অন্ধ-মুক-বধীর -
তবু থালা ভরতি সুস্বাদু ক্ষীর !

ব্যবস্থা এমনি জোরালো
উজ্জ্বলেও ভাল দ্যাখে কালো
এ ভোট ভেলকির চালে
তেলে-সলতে বেশ জ্বলে ।

জনতা থালার যেন বেগুন
জ্বলে না সময়ে তার উনুন
খুদায় ভরা পেট তার
জীবনে গড়া-গড়ি সার ।

নেতার জ্যোতি আভায়
গরীব কিছুটা আলো পায় ।

(১৯-১১-২০২৩)
হিন্দীতে বিখ্যাত প্রবাদ, “থালী কা বৈগন” > শুধু অস্থিরতা, গড়াগড়ি ।