ভোট আসলেই স্বপ্ন
বেকাররা ভাবে বিভোর—মগ্ন ,
দেশহিতৈষী তিনি অন্তর্যামী
বেশ জানেন আগে বেকারের সুনামী !
নেতার ভবিষতের বাড়ার রসদ
খাটায় তাদের যেন কলুর বলদ ।
হয় না জ্ঞান
নেশা দ্বারা পোষ্য ! না অভিমান ,
ধুর্তের পাতা জাল
অতি অধঃগতি বেহাল ,
ভোট নামে প্রহসন
ভেলকি চালে- ভোটে
চমকায় নিজ নিজ আসন  ।

(১৮-১১-২০২৩)