ভোট, দেশ শাসনের ঔজার
তার উপর শাসন নির্ভর
সে ভোট দ্বারা দেশ হয় উদ্ধার ,
সেই ভোটটি নিয়ে আদিখ্যেতা কত তার !
সাধারণ অবুঝ, তারা গরিষ্ঠতায় -
যুগ-যুগ ধরে ভোট দিয়ে যায় ,
বোঝা নাবোঝার দ্বন্দ্ব
নেতা বাছাইয়ে না যত্ন
ভোটের মর্ম নিয়ে মেতে বেড়ায় ।
আশ্রয় চায় একহিতকারী বন্ধুর
শত্রু-মিত্র বোধে ক্রোশদূর --
মধু খায় নেতা -
এটাই অশিক্ষার বারতা ।
কারো কারো দ্বারে উদয় সুপ্রভাত
তার-তার পাতে দেখ ঘিভাত ,
ভোট দিয়েও দ্রব্যমূল্যে ধরে আগুণ
কারো বা জোটে না পান্তা-নুন ;
ভোটদান পরম কর্তব্য তবু শুনুন ,
গণভোটের যে মহাগুণ !
(১৯-১১-২০২৩)
ঔজার > যন্ত্র ।